সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, গাঁজা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান। গতকাল বুধবার (২০ আগস্ট) বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কুসতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে স্বাধীন (৩০) ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানার কোয়ালী কান্দি গ্রামের মৃত শাহিন প্রামানিকের ছেলে মো. শান্ত (২৪)।
যৌথ বাহিনীর বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহলের সময় টহলদলের কাছে আহত এক সিএনজিচালিত অটোরিকশাচালক সহায়তা চান। তিনি জানান, চারজন ব্যক্তি নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার অটোরিকশা ছিনতাই করেছে এবং তাকে মারধর করে রাস্তায় ফেলে রেখে গেছে।
ঘটনার পরপরই সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর টহলদল অভিযানে নামে।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘ডিবি পুলিশ পরিচয় দানকারী দুই ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’