close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুই ভুয়া ডিবি আটক

SHARIF MIA avatar   
SHARIF MIA
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুই ভুয়া ডিবি আটক সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়দানকারী দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে একটি সিএনজি, ছিনতাইয়ের সরঞ্জাম পায়..

সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, গাঁজা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান। গতকাল বুধবার (২০ আগস্ট) বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কুসতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে স্বাধীন (৩০) ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানার কোয়ালী কান্দি গ্রামের মৃত শাহিন প্রামানিকের ছেলে মো. শান্ত (২৪)।

যৌথ বাহিনীর বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহলের সময় টহলদলের কাছে আহত এক সিএনজিচালিত অটোরিকশাচালক সহায়তা চান। তিনি জানান, চারজন ব্যক্তি নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার অটোরিকশা ছিনতাই করেছে এবং তাকে মারধর করে রাস্তায় ফেলে রেখে গেছে।

ঘটনার পরপরই সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর টহলদল অভিযানে নামে।

স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ছিনতাই হওয়া অটোরিকশাটি ভাদাইলের একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এসময় ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ছিনতাইয়ের সরঞ্জামাদিসহ গাঁজা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।
পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘ডিবি পুলিশ পরিচয় দানকারী দুই ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

No comments found