আশাশুনির বুধহাটা বাজারে ট্রলির ধাক্কায় তরুণ ব্যবসায়ীর মৃত্যু
এস এম তাজুল হাসান সাদ, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ট্রলির ধাক্কায় মেহেদী হাসান হৃদয় (১৮) নামের এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে বাজারের গাজী ট্রেডার্সের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে পথেই তার মৃত্যু হয়।
নিহত হৃদয় বুধহাটা বাজারে মোবাইল এক্সেসরিজের ব্যবসা করতেন। তিনি আশাশুনি উপজেলার বেউলা গ্রামের জামাল উদ্দিনের একমাত্র সন্তান। জানা যায়, হৃদয়ের বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল সে। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাজুড়ে চলছে শোকের মাতম।