close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আস-সুন্নাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে গলাচিপার দুর্গম চরের ছয়টি অসহায় পরিবার পেল পেশাভিত্তিক মালামাল....

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
রিপোর্টার - মোঃ হামিদুল ইসলাম <br>গলাচিপা, পটুয়াখালী।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চরবাংলা ও দক্ষিণ চরবিশ্বাস গ্রামে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প-২০২৫ বাস্তবায়নের আওতায় ছয়টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে পেশাভিত্তিক মালামাল হস্তান্তর করা হয়েছে।

 

উপকারভোগীরা হলেন—চরবাংলার মো. সফিকুল ইসলাম, মো. কবির হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. সিদ্দিকুর রহমান এবং দক্ষিণ চরবিশ্বাস গ্রামের মো. আবু বকর মৃধা।

 

তাদের মধ্যে একজনকে “জাল, রশি, পুলুট, চাকা”সহ একটি দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, চারজনকে ইঞ্জিনচালিত ট্রলার ও মাছ ধরার জালসহ সকল সরঞ্জাম এবং একজনকে ওয়ার্কশপ পরিচালনার উপযোগী মালামাল প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের গলাচিপা উপজেলা প্রতিনিধি হাফেজ মাওলানা মো. মাহমুদুল হাসান, ইউনিয়ন প্রতিনিধি হাফেজ মো. আল-আমিন, স্থানীয় আলেম মাওলানা মো. আব্দুল মান্নান ও সমাজসেবক মো. সাইফুল ইসলাম রবি প্রমুখ। 

 

স্থানীয়দের মতে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের এমন মানবিক ও উন্নয়নমুখী কার্যক্রম অসহায় পরিবারগুলোর জীবনমান উন্নয়ন ও আত্মনির্ভরশীল উঠবে।

Samir Mia
Samir Mia 18 dias atrás
ইনশাআল্লাহ
0 0 Responder
Mostre mais