close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আরও দুই বছর বার্সেলোনায় থাকছেন ওজিয়েখ শেজনি

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
যুভেন্তাস থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন পোলিশ গোলরক্ষক ওজিয়েখ শেজনি। তবে টার স্টেগানের ইনজুরির কারণে গত মৌসুমে বার্সেলোনার ডাকে সাড়া দিয়ে আবারও মাঠে ফেরেন তিনি..

এক বছরের সেই মেয়াদে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়েন এই অভিজ্ঞ গোলরক্ষক। এরপরই শুরু হয় গুঞ্জন—শেজনি কি আরও কিছুদিন বার্সায় থাকছেন?

বার্সেলোনা আগেই নতুন প্রস্তাব দিয়েছিল। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর অনুমতির অপেক্ষায় ছিলেন শেজনি। শেষ পর্যন্ত স্ত্রীর সম্মতি মেলাতেই বার্সেলোনার সঙ্গে নতুন করে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

টার স্টেগেনের ইনজুরিতে শূন্যতা পূরণে এক বছরের জন্য দলে নেওয়া হয়েছিল শেজনিকে। তার চুক্তি নবায়নের ফলে এখন বার্সেলোনার স্কোয়াডে চারজন গোলরক্ষক। তবে ইউরোপীয় গণমাধ্যমগুলো বলছে, চলতি দলবদলের মৌসুম শেষ হওয়ার আগেই জার্মান গোলকিপার মার্ক-আন্দ্রে টার স্টেগেনকে ছেড়ে দিতে পারে কাতালান ক্লাবটি।

Ingen kommentarer fundet