ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের এক উত্তেজনাপূর্ণ খেলায় ধীতপুর ইউনিয়ন ৪-২ গোলে রাজৈ ইউনিয়নকে পরাজিত করেছে। সোমবার (৩০ জুন) দুপুরে স্থানীয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।
খেলায় দুই দলের মধ্যে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণের মাধ্যমে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা। প্রথমার্ধে ধীতপুর ইউনিয়ন দুইটি গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে রাজৈ ইউনিয়ন দুই গোল শোধ করলেও শেষ মুহূর্তে টানা দুইটি গোল করে ধীতপুর ইউনিয়ন নিশ্চিত করে জয়।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং আরাফাত রহমান কোকোর স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন।