গৌরীপুর যুব সমাজের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি চাইনিজ নাইট ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো দুর্ধর্ষ বিজয় অর্জন করেছে গৌরীপুর সেভেন স্টার ক্লাব।
আরাফাত রহমান কোকো স্মৃতি চাইনিজ নাইট ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় অংশগ্রহণ করে পিয়ার আলী মোর ফুটবল একাদশ এবং গৌরীপুর সেভেন স্টার ক্লাব
এ সময় পিয়ার মোর ফুটবল একাদশ হাফটাইম এরপর একটি গোল দেয় এবং গৌরীপুর সেভেন স্টার ক্লাব হাফটাইমের পর দুইটি গোল দেওয়ার মাধ্যমে বিজয় অর্জন করে।
উৎসবে উৎসবে মেতে ওঠে খেলার মাঠ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খানখানাপুর তদন্ত কেন্দ্রের পুলিশ হারুনুর রশিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা বলেন তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই আমরা চাই তরুণ সমাজ মাদক ছেড়ে খেলতে আসুক তাই আমরা সকল খেলাধুলা ও সাংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং তরুণ সমাজকে উৎসাহিত করব।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			