আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভালুকা পৌরসভা ফুটবল একাদশের জয়..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকার জননেতা ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু। তিনি খেলোয়াড়দের উজ্জীবিত করতে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “এই ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেক..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হলো “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। শুক্রবার (২৮ জুন) বিকেলে ভালুকা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য।

ভালুকা পৌরসভা ফুটবল একাদশ বনাম ৭ নম্বর মল্লিকবাড়ি ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২-১ গোল ব্যবধানে জয় লাভ করে ভালুকা পৌরসভা দল।

টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকার জননেতা ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু। তিনি খেলোয়াড়দের উজ্জীবিত করতে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “এই ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াঙ্গনের প্রেরণাদায়ী নাম, তাঁর স্মৃতিকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ও পৌর বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যরা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিযোগিতার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক খেলা উপহার দেয়। প্রথমার্ধেই ভালুকা পৌরসভা ফুটবল একাদশ ১ গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে উভয় দলের কৌশলী খেলা ও পাল্টাপাল্টি আক্রমণে মাঠ উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত ভালুকা পৌরসভা আরও একটি গোল করে ব্যবধান ২-১ করে নিশ্চিত করে বিজয়।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আয়োজকরা।

এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান টুর্নামেন্ট সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator