close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায় , রিজভী

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
BNP leader Ruhul Kabir Rizvi urges urgent investigation and support for children and families affected by the Milestone plane crash, emphasizing that no more dreams should be cut short prematurely.

বিমান দুর্ঘটনায় আহত শিশু ও পরিবারদের পাশে থাকার আহ্বান জানিয়ে বিএনপির রুহুল কবির রিজভী বলেন, “আর কোনো স্বপ্ন যেন অকালে শেষ না হয়, সেজন্য উচ্চপর্যায়ের তদন্ত ও দ্রুত সহায়তা জরুরি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায় সেই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের জন্য আয়োজিত যুবদলের রক্তদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “গতকালকের ঘটনা মানুষের চোখ নয়, হৃদয়কে কাঁদাচ্ছে। এর দায়ী কারা, সেটা খুঁজে বের করতে হবে সরকারের। কেন এমন একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ চলছিল, বিমানের ত্রুটি ছিল কি না, বিমানের বয়স কত, এসব প্রশ্ন মানুষের মনে রয়েছে। তাই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে আসল সত্য উদঘাটন করা উচিত।”

তিনি আরও বলেন, “এটি শুধু দুর্ঘটনা নয়, কোনো পরিকল্পিত ঘটনা যদি থাকে, সেটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া উচিত নয়। সবাই যদি দায়িত্বশীল হত, যত্নবান হত, দায়িত্বে অবহেলা না করত, অনেক দুর্ঘটনা এড়িয়ে যাওয়া যেত। সরকারের উচিত এই বিষয়গুলো খতিয়ে দেখা।”

বিএনপি নেতা জানান, “এই শিশুদের বাবা-মায়ের অবস্থা জানি না, যারা আগুনে পুড়ে ঝলসে গেছে তারা কষ্টে আছে। সমাজ ও রাষ্ট্র তাদের পাশে কতটুকু দাঁড়াবে, এটাই এখন প্রধান প্রশ্ন।”

তিনি শিশু হারানো পরিবারের পাশে থাকার পাশাপাশি আহতদের যতদিন বেঁচে থাকবে রাষ্ট্রকে তাদের পাশে থাকার আহ্বান জানান।

বিমান দুর্ঘটনার শিকার শিশু ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে রিজভী বলেন, “আমাদের সমাজ ও সরকার যেন তাদের পাশে দাঁড়ায়, আর কোনো নির্দোষ শিশু যেন অকালে ঝরে না যায়—এটাই আমাদের প্রত্যাশা।”

कोई टिप्पणी नहीं मिली