চট্টগ্রামের এক অনুষ্ঠানে বিএনপির রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, এনসিপি নেতা নাসীরুদ্দীনের বক্তব্যে শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী সুর পাওয়া গেছে। তিনি বলেন, এ ধরনের মনোভাব গণতন্ত্রের জন্য হুমকি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে তীব্র সমালোচনা করে বলেছেন, তার কণ্ঠে পাওয়া গেছে শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী সুর।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের উত্তর সাতকানিয়ার কালিয়াইশ গ্রামে “আমরা বিএনপি পরিবার”-এর আয়োজনে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, “গতকাল এনসিপির এক নেতা বিনা দ্বিধায় ঘোষণা দিলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তাহলে কবে হবে? আপনার বক্তৃতা শোনার পর মনে হলো, শেখ হাসিনা যেভাবে কথা বলতেন, সেই একই টোন আপনার কণ্ঠে ধরা পড়েছে। এটা আসলে এক ধরনের কর্তৃত্ববাদী শাসনের ভাষা, যা গণতন্ত্রকে সংকুচিত করে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার শাসনামলে অসংখ্য মানুষ গুম হয়েছেন, কেউ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন, অনেককে মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ন্যূনতম ৫০টি থেকে সর্বোচ্চ ৫০০টি পর্যন্ত মামলা দেওয়া হয়েছে। শেখ হাসিনা মনে করতেন বাংলাদেশ তাঁর ব্যক্তিগত সম্পত্তি, অন্য কারও অস্তিত্ব তিনি স্বীকার করতেন না।”
অনুষ্ঠানে রিজভী বিভিন্ন অসহায় পরিবারের পাশে দাঁড়ান। তিনি দুটি অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন, এক মৃত যুবদল নেতার পরিবারকে উপহার দেন ব্যাটারিচালিত অটোরিকশা এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরের চিকিৎসার জন্য সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “আমরা বিএনপি পরিবার”-এর আহ্বায়ক আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দীন, সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন, আবুল কাশেম, সদস্যসচিব মোকছেদুল মোমিন এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম।
রিজভীর বক্তব্যে স্পষ্ট ছিল, তিনি শুধু নাসীরুদ্দীনের সমালোচনা করছেন না, বরং ভবিষ্যতের রাজনৈতিক দিকনির্দেশনা নিয়েও সতর্কবার্তা দিচ্ছেন। তার মতে, যেকোনো ধরনের কর্তৃত্ববাদী সুর বা মনোভাব গণতন্ত্রকে বিপন্ন করে এবং জনগণের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করে।