close

লাইক দিন পয়েন্ট জিতুন!

“আপনাদের(জনগণের) জন্য আমার বাড়ির দরজা দিন রাত ২৪ ঘন্টা খোলা থাকবে।” —আলতাফ হোসেন চৌধুরী ভাইস চেয়ারম্যান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।..

জাকারিয়া রানা avatar   
জাকারিয়া রানা
জাকারিয়া রানা
জেলা প্রতিনিধি পটুয়াখালী

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান, এয়ার ভাইস মার্শাল (অবঃ), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক বাণিজ্যমন্ত্রী জনাব আলতাফ হোসেন চৌধুরী সাহেব একজন সৎ, সজ্জন, ভালো মানুষ। ২০২৩ সালের অক্টোবরে বিএনপির আন্দোলনে যখন ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকার আগ্রাসন চালিয়েছিল, একপর্যায়ে মিথ্যা মামলায় গ্রেফতার করা হলো চৌধুরী স্যারকে। 

 

ব্রি.জেনারেল (অবঃ) ব্যারিস্টার শাহজাহান ওমরকেও গ্রেফতার করা হয়েছিল প্রায় একই সময়ে। ফ্যাসিস্ট আওয়ামিলীগের পক্ষ থেকে দুইজনকেই প্রস্তাব দেয়া হয়েছিল কোটি কোটি টাকা ও এম.পি পদের। চৌধুরী স্যারকে অতিরিক্ত দেয়া হয়েছিল প্রথম সারির মন্ত্রীত্বের অফার! ব্যারিস্টার শাহজাহান ওমর বৃদ্ধ বয়সে জেলের ঘানি না টেনে আওয়ামী অফারে রাজি হয়ে গেলেন, হলেন ডামি নির্বাচনের এম.পি! 

 

অন্যদিকে আলতাফ হোসেন চৌধুরী স্যার ৮২ বছর বয়সে ফ্যাসিস্ট আওয়ামিলীগের মন্ত্রীত্বের অফার ফিরিয়ে দিয়ে, হাসিমুখে লাল আটার রুটি আর গুড় দিয়ে নাশতা করার অনিশ্চিত দুর্বিষহ কারাগারকে বেছে নিলেন! সত্য ও ন্যায়ের পথে থেকে বেগম খালেদা জিয়ার আপোষহীন মনোভাবকে অনুসরণ করেছেন চৌধুরী স্যার, যা পটুয়াখালীবাসী তথা পুরো দক্ষিণবংগের মানুষের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator