close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও ‘অভ্যুত্থান’: বৈষম্যবিরোধীদের বার্তা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Anti-Discrimination Student Movement warns that any attempt to bring the banned Awami League back into elections will be seen as a betrayal to the martyrs’ blood, and could trigger another uprising.

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে—নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা মানেই শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা, প্রয়োজনে আবারও অভ্যুত্থান হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিযোগ করেছে যে, নিষিদ্ধ আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনে ফিরিয়ে আনার জন্য দেশে ও বিদেশে পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে। সংগঠনটির দাবি, কিছু রাজনীতিবিদ, আওয়ামী লীগপন্থী ব্যক্তিত্ব ও সুবিধাভোগী গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে বিভিন্ন টকশো, সংবাদপত্রের কলাম, জরিপ এবং অন্যান্য মাধ্যমে জনগণের মধ্যে সম্মতি তৈরির চেষ্টা করছে।

বুধবার (১৩ আগস্ট) সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের পাঠানো এক বার্তায় কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম যৌথ বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেন। তারা জানান, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; বরং এটি একটি নিষিদ্ধঘোষিত, ফ্যাসিবাদী এবং গণহত্যাকারী সংগঠন। সংগঠনটির মতে, বিগত দেড় দশকের শাসনামলে আওয়ামী লীগ গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, প্রকাশ্য দিবালোকে ধর্ষণ এবং অসংখ্য মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই-আগস্টের সাম্প্রতিক হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ ইতিমধ্যেই জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (OHCHR) প্রতিবেদনে উঠে এসেছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের বিন্দুমাত্র ভূমিকা থাকার সুযোগ নেই, এমনকি নাম পরিবর্তন করে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ হিসেবেও নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ‘আওয়ামী অধ্যায়’ শেষ হয়ে গেছে। অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগ সম্পূর্ণ অযোগ্য ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাই যে কোনোভাবে এই দলের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

সংগঠনটি সতর্ক করে দিয়ে বলেছে, অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশে যদি ‘আওয়ামী পুনর্বাসন প্রজেক্ট’ চালু করার চেষ্টা হয়, তবে তারা ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও অভ্যুত্থানের ডাক দেবে। সেই সঙ্গে তারা এই ধরনের যে কোনো ‘সম্মতি উৎপাদন প্রকল্প’ ব্যর্থ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

No comments found