রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি এবং তারা মূলত দেশের রাজনৈতিক দল ছিল না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের প্রকৃত রাজনৈতিক দল ছিল না এবং তারা দেশের জনগণের স্বার্থে কোনোদিন রাজনীতি করেনি। তার দাবি, এ দলটির শিকড় অন্য জায়গায়, আর তারা নিজেদের কর্মকাণ্ডে তা প্রমাণও করেছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে সিএইচটিআরএফ (CHTRF)।
তিনি বলেন, “আমাদের পরিচয় হবে আমরা বাংলাদেশি। জাতীয়তা হবে বাংলাদেশি, আর সবাই যেন বাংলাদেশি নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিতে পারি। এই পরিচয় ও চেতনা ধারণ করাই হবে আমাদের মূল ভিত্তি এবং জাতিকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় শক্তি।”
জাতীয় নিরাপত্তা বাহিনীর উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, “আমরা বারবার বলেছি—বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে। পতিত ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এখনই ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করা জরুরি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএইচটিআরএফ চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। তিনি বক্তব্যে ‘আদিবাসী’, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ প্রভৃতি বিষয়ে বিস্তারিত ধারণা তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. আব্দুর রব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ বরকতুল্লাহ, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু রুইথি কারবারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তারেক ফজল, এবং লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্য অতিথিরা।
সভায় বক্তারা জাতীয় ঐক্য, নিরাপত্তা, এবং দেশের সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একই পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা অটুট থাকে।