close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আন্তর্জাতিক শ্রমিক দিবসে সাতক্ষীরা জেলায় র‌্যালি ও আলোচনা সভা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যাতে সংগঠনের প্রধান কর্মীরা উপস্থিত ছিলেন..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলা হোটেল রেস্তরা ও বেকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে '২৫) সকালে শহরের নিউমার্কেট মোড় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের নিউ মার্কেট চত্বরে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।


আলোচনা সভায় সাতক্ষীরা জেলা হোটেল রেস্তরা ও বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাচ্চু, সহ-সভাপতি আনারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন ঢালী, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন, সদস্য সালেকিন, মোস্তফা, সালাউদ্দিন, সুব্রত, মো. আমির হোসেন, মো. জাহিদ হোসেন, আল-আমিন রানা ও জিয়াউর রহমান প্রমূখ।

আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

לא נמצאו הערות


News Card Generator