close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আন্তর্জাতিক মে দিবসে ঢাকা কলেজ ছাত্রদল!

মোহাম্মদ ফাইজুল্লাহ avatar   
মোহাম্মদ ফাইজুল্লাহ
মে দিবসে বিএনপির সমাবেশ: শ্রমিক দলের ১২ দফা।

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে আজ সমাবেশ করেছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো।

এসময়ে আরো উপস্থিত ছিলেন 

ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিল্লাদ হোসেন,

ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য 

 মোঃ খাইরুল ইসলাম,

এবং আহবায়ক সদস্য মোঃ মিরাজ সহ আরো অনেকে। 

গত বৃহস্পতিবার (০১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশ শুরু হয়।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও বক্তব্য রাখেন। সমাবেশে ১২ দফা দাবি তুলে ধরেন শ্রমিক দল।

 

এদিকে কর্মসূচিতে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যৌথসভা ছাড়াও বিএনপির অঙ্গসহযোগী সংগঠনগুলো, বিশেষ করে শ্রমিকদল সমাবেশ সফল করতে সক্রিয়ভাবে কাজ করছে।

没有找到评论