আন্তজার্তিক ক্রিকেটে এইবার ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন মানান বশির..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ক্রিকেট ইতিহাসে এক ওভারে ছয় ছক্কার ঘটনা খুব বেশি নয়। ঘরোয়া ক্রিকেটে এমন নজির অনেকবার দেখা গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি গড়েছেন হাতে গোনা কয়েকজন..

হার্শেল গিবস, যুবরাজ সিং, কাইরন পোলার্ড, জাসকরন মালহোত্রা কিংবা দীপেন্দ্র সিং ঐরীর নাম ক্রিকেটপ্রেমীদের একেবারে জানা।

এই তালিকায় এবার যুক্ত হলো আরেকটি নাম—বুলগেরিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান মানান বশির। আজ (১৩ জুলাই), জিব্রাল্টারের বিপক্ষে এক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে নিজের বিধ্বংসী ব্যাটিংয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার।

সফিয়ার ন্যাশনাল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয় বুলগেরিয়া ও জিব্রাল্টার। জিব্রাল্টার প্রথমে ব্যাট করে ২০ ওভারে তোলে ১৯৪ রান। জবাবে ব্যাট করতে নেমে বুলগেরিয়া ১৫ ওভার শেষে সংগ্রহ করে ১৫৭ রান, উইকেট পড়ে মাত্র দুটি।

এই অবস্থায় বল করতে আসেন জিব্রাল্টারের অধিনায়ক ইয়ান ল্যাটিনের আস্থা পাওয়া কবির মিরপুরী। কিন্তু পরের ঘটনাপ্রবাহে বদলে যায় ম্যাচের দৃশ্যপট—স্ট্রাইকে থাকা মানান বশির সেই ওভারে হাঁকান টানা ছয়টি ছক্কা! মাত্র এক ওভারেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় জিব্রাল্টারের। ১৬.৩ ওভারে বুলগেরিয়া তুলে ফেলে জয়ের লক্ষ্যমাত্রা।

তবে এটিই ছিল না মানান বশিরের প্রথমবার ছক্কায় ঝড় তোলা। মাত্র ৮ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত মারলেন ৩১টি ছক্কা! তাঁর স্ট্রাইক রেট—অবিশ্বাস্যভাবে ২৬৭.৩৪! ২৫ বছর বয়সী এই খেলোয়াড়ের আন্তর্জাতিক অভিষেক ঘটে ২০২4 সালের মে মাসে, প্রতিপক্ষ তখনও জিব্রাল্টার। এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে ৪৩.৬৬ গড়ে করেছেন ২৬২ রান।

कोई टिप्पणी नहीं मिली