close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আনোয়ারা উপকূলে ঝোড়ো হাওয়ার তান্ডবে আটকে গেল জাহাজ

Farhadul Islam Farhad avatar   
Farhadul Islam Farhad
ফরহাদুল ইসলাম, আনোয়ারা(চট্টগ্রাম) :

আনোয়ারা উপকূলে বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি জাহাজ আটকে যায়।

 বৃহস্পতিবার (২৯ মে) রাতে উপজেলার রায়পুর উঠান মাঝির ঘাটে প্রবল ঝোড়ো হাওয়ায় তীরে আটকে পড়ে। জাহাজ দুটি হলো কার্গো শিপ ‘নাভিমার-৩’ ও লাইটার।

স্থানীয়রা জানায়,নিম্নচাপের প্রভাবে বঙ্গেপসাগরের প্রবল জোয়ারের তোড়ে রাতে উপকূল গহিরার চরে উঠে গেছে কয়লাবাহী বিশাল দুই জাহাজ। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আশঙ্কা করছেন, জোয়ারের সময় ঢেউ আরও তীব্র হলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তাতে পার্শ্ববর্তী এলাকার ক্ষতির আশঙ্কা বেড়ে যাবে।


জাহাজের ওয়াচম্যান মিসকাতুর রহমান বলেন, সাগরে প্রচণ্ড ঢেউয়ের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে নৌযান দুটি উপকূলে আটকা পড়ে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator