ফরহাদুল ইসলাম, আনোয়ারা:
পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে আনোয়ারা উপজেলায় মশলার বাজার তদারকি করেছে প্রশাসন।এ সময় মূল্য তালিকা না থাকায় দুই মুদির দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত বুধবার (২৮ মে) বিকেল ৫টায় উপজেলার জয়কালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী তাহমিনা আকতার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইজন মুদির দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে ও বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।



















