close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আনোয়ারায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

Imran Hossain avatar   
Imran Hossain
****

দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সোমবার থেকে সারাদেশের ন্যায় চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।

এ বছরের প্রতিপাদ্য ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’। সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে ২৪ আগস্ট পর্যন্ত।

সোমবার বিকেলে উপজেলা পরিষদে প্রথমদিনের অনুষ্ঠানে পোনা মাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (আনোয়ারার অতিরিক্ত দায়িত্ব) স্বপন চন্দ্র দে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, উপজেলা প্রকৌশলী মো. জাহেদুল আলম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, শিক্ষা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সানাউল্লাহ কাউছার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা শামীম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আইয়ুব খান, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মেরিন ফিসারিজ অফিসার প্রীতম চৌধুরী। এসময় উপজেলার সফল মৎস্যচাষি, জেলে, বাংলাদেশ জেলে সমিতি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ জরুরি। চাষিদের আরও সচেতন হতে হবে, নইলে অনেক দেশীয় প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে।

এবারের জাতীয় মৎস্য সপ্তাহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী র‍্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময় সভা, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

উল্লেখ্য, রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে গত ২২ জুলাই নির্ধারিত সময়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানসহ সব কর্মসূচি স্থগিত করা হয়।

No comments found