close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আনন্দমোহন কলেজে পহেলা বৈশাখ উদযাপনে আনন্দ শোভাযাত্রা

Shafiqul Islam avatar   
Shafiqul Islam
****

আনন্দমোহন কলেজে পহেলা বৈশাখ উদযাপনে আনন্দ শোভাযাত্রা

শফিকুল ইসলাম (ময়মনসিংহ)

ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দমোহন কলেজ শিক্ষা ও সংস্কৃতির বাহক।পুরনো বছরকে বিদায় দিয়ে নতুনভাবে শুরু করার প্রয়াসে বাংলা ১৪৩২ কে বরণ করেছে আনন্দমোহন কলেজ প্রশাসন। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান- বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা করেছে। আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আমান। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাসের কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু করে ছাত্রী হোস্টেলের সামনে দিয়ে ঘুরে এসে অনুষ্ঠান প্রাঙ্গণে শেষ  হয়।আয়োজকদের পক্ষ থেকে বৈশাখী কাপড়ের প্রতীকি হিসেবে শিক্ষকদের গামছা প্রদান করা হয়।মুড়ি-মুড়কি দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়। আনন্দমোহন কলেজ সাংস্কৃতিক পর্ষদের পরিবেশনায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একের পর এক গান ও নৃত্য নিয়ে আসে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বাংলার লোকসংস্কৃতিকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়। এছাড়া নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক রেখে অনুষ্ঠানের মূল মঞ্চ তৈরি করা হয়েছে। সবুজের মিশেলে ছিল পুরো কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থীরা বন্ধু -বান্ধব, সহপাঠী আর গ্রামীণ আবহে অনেকে প্রিয় মানুষের সাথে ক্যামেরায় ফ্রেমবন্দি হয়েছে। বিভিন্ন বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীরা নানান সাজে কলেজ ক্যাম্পাস ছিল মুখরিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ  প্রফেসর নুরুল আফসার,পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান শাহনাজ পারভীন, গণিত বিভাগের প্রধান আমীর হোসেন, ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন, প্রফেসর কৃষ্ণ সরকার, সহকারী অধ্যাপক শাহজাহান সাজু,সহকারী অধ্যাপক শাহেন শাহ ফেরদৌস, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা, লেকচারার মৌসুমি চারু সাহা,তারিক সালাউদ্দিন মামুন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Hiçbir yorum bulunamadı