আমতলী–কুয়াকাটা মহাসড়কের পাশে ফুটপাত দখল ও ঝোপঝাড়ে দুর্ভোগে পড়েছেন পথচারীরা। মহাসড়কের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে দোকানপাট, চা-স্টল ও অস্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। অন্যদিকে, রাস্তার দুই পাশে ঘন ঝোপঝাড়ে ঢেকে গেছে পথচারীদের চলাচলের জায়গা। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে প্রতিনিয়ত।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে গজিয়ে ওঠা এই ঝোপঝাড় ও দোকানপাট পরিষ্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঝোপের আড়ালে মাঝে মাঝে অসামাজিক কর্মকাণ্ডও ঘটে বলে অভিযোগ আছে।
আমতলীর এক স্কুলশিক্ষার্থী বলেন, “আমাদের প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যেতে হয়। ঝোপঝাড়ে সাপ-বিচ্ছু আছে, ভয় লাগে। আবার ফুটপাত দখল হয়ে যাওয়ায় রাস্তার মাঝ দিয়ে হাঁটতে হয়।”
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা জানান, দ্রুত ফুটপাত দখলমুক্ত করে ঝোপঝাড় পরিষ্কার না করলে বড় দুর্ঘটনা বা অপরাধ ঘটতে পারে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
আমতলী পৌরসভার এক কর্মকর্তা বলেন, “মহাসড়কের পাশে ঝোপঝাড় ও ফুটপাত দখলমুক্ত করতে শিগগিরই অভিযান চালানো হবে।”
  
    close
  
  
         
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
আমতলী–কুয়াকাটা মহাসড়কের ফুটপাত দখল ও ঝোপঝাড়ে ভোগান্তি পথচারীদের..
 
			 
				Walang nakitang komento
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			