close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আমার সোনাতলা, আমার গর্ব  সাংবাদিক- মিনহাজুল বারী

মিনহাজুল বারী avatar   
মিনহাজুল বারী
****

আমার সোনাতলা, আমার গর্ব 
সাংবাদিক- মিনহাজুল বারী
---------------------------------------
যমুনার ভাঙন আর বাঙালীর শান্ত জল,
তারই মাঝে জেগে আছে ভূমি, চঞ্চল-কোলাহল।
সোনাতলা স্টেশন জুড়ে ট্রেনের হুইসেল,
যেন অতীতের সাথে বর্তমানের মেল।

পাকুল্লার পথ ধরে দিগন্ত যায় ছুঁয়ে,
সবুজ ধানের শীষ থাকে বাতাসকে নুয়ে।
বালুয়াহাটে বসে মানুষের মেলা,
কেনাবেচার গল্পে কাটে সারাটা বেলা।

তেকানী চুকাইনগরে চরের জীবন ভাসে,
নদীর সাথে যুদ্ধ করে মানুষগুলো হাসে।
মধুপুর, জোড়গাছার সেই মাটির গন্ধ,
সবার প্রাণে একই সুর, নেই কোনো দ্বন্দ্ব।

বাঙালীর বুকে ভাসে সারি সারি নাও,
নৌকা বাইচের দিনে উত্তাল হয় গাঁও।
ঢোলের বোলে, জারি গানে মুখরিত প্রান্তর,
ঐতিহ্য মিশে আছে সবার অন্তর।

মুক্তিযুদ্ধের স্মৃতি বুকে এই মাটি ধরে,
বীরদের রক্তে লেখা নাম থরে থরে।
শুধু তো এক উপজেলা নয়, এ এক অনুভুতি,
আমার সোনাতলা, আমার গর্ব, আমার সংস্কৃতি।

No comments found