close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আমাদেরও মিল হয়েছিল....

জাকারিয়া রানা avatar   
জাকারিয়া রানা
জাকারিয়া রানা
জেলা প্রতিনিধি

মিল........! 
আমাদেরও মিল হয়েছিল, কোন এক সন্ধ্যায়। সূর্য ডুগডুবারি মুহূর্তে, পশ্চিম আকাশ লালচে বর্ণের সময়টাতে। চারপাশ আধারে ডুবে গিয়ে কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে, পাখির কিচিরমিচির। 
আমরা দুজন দুজনের হাতে হাত ধরে।
চোখে চোখ রেখে। কিছু কথা বলেছিলাম ইশারায়, আর কিছু কথা বলেছিলাম প্রকাশ্যে। 
আর সবশেষে বলেছিলাম একে অপরকে। 
আমি অনেক অনেক ভালোবাসি তোমায়। 
হ্যাঁ, এভাবেই আমাদের মিল হয়েছিল! এভাবেই আমরা একে অপরকে ভালো বেসে ছিলাম....! 🌸💐



News Card Generator