সোমবার (৯ জুন) বিকেল ৫টায় তার নিজ এলাকা কিশোরগঞ্জে গণসংযোগ করেছেন। জেলার চৌদ্দশত ইউনিয়ন ও বিন্নাটি ইউনিয়নে গণঅধিকার পরিষদের ২১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। এসময় জনগণের কাছে গণঅধিকার পরিষদের পক্ষে আগামী নির্বাচনে জনসমর্থন আশা করেন।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেন, আমরা রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। স্বাধীনতার ৫৩ বছরে ক্ষমতার পরিবর্তন হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু রাজনীতির গুণগত পরিবর্তন হয় নাই। আমরা সেই পেশীশক্তির বাইরে মেধাভিত্তিক রাজনীতি গড়তে চাই। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় এই দেশে দখলদারিত্ব কিংবা পেশীশক্তির রাজনীতির ঠাঁই হবে না।
আরেকটা বিষয় বলতে চাই বাংলাদেশের ইতিহাসে দুইটি নির্বাচন হয়েছিল জুন মাসে, বিশেষ পরিস্থিতির কারণে। বর্তমানে সেই পরিস্থিতি নেই। এপ্রিলের আবহাওয়া, এসএসসি পরীক্ষা, রমজান মাস বিবেচনায় রাজনৈতিক দল গুলোর সাথে আলাপ আলোচনা করে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারে। সামগ্রিক বিবেচনায় জানুয়ারি এবং ফেব্রুয়ারি নির্বাচনের উপযুক্ত সময় বলে আমরা মনে করি।
এসময় উপস্থিত ছিলেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী, সদর উপজেলার আহ্বায়ক মোমিন উদ্দিন জনি, সদস্য সচিব কবি আল মোহাম্মদ মোস্তফা, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, জেলা শ্রমিক অধিকার সভাপতি নুরুল হক প্রমুখ।