close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল ব্যবসায়ী নিহত..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ব্রেক ফেল করে সড়ক দুর্ঘটনায় এক সাইকেল ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে পৌর পশুহাট এলাকার টাইগার মোড়ে এ ঘটনা ঘটে।..

নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৪৫)। তিনি আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় বাইসাইকেল ব্যবসায়ী। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১টার দিকে আব্দুর রাজ্জাক তার বাইসাইকেলে করে টাইগার মোড় দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি রাজ্জাককে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান সরকার বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন।”

No comments found