আল নাসরে রোনালদো, চুক্তিতে রেকর্ড বেতন

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
সব জল্পনার অবসান ঘটিয়ে ফের সৌদি ক্লাব আল নাসরের হয়েই মাঠ মাতাতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো..

বৃহস্পতিবার (২৬ জুন) পর্তুগিজ মহাতারকা ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের জন্য নতুন চুক্তিতে সই করেছেন। তবে এবার শুধু মাঠে পারফর্ম করলেই হবে না, রীতিমতো রেকর্ড বেতন ও নানা সুবিধায় ভাসতে যাচ্ছেন তিনি।

চুক্তির আর্থিক দিক নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু না বলা হলেও, স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এবং ব্রিটিশ দৈনিক দ্য সান জানাচ্ছে—রোনালদো আল নাসরের কাছ থেকে বছরে পাবেন ৪৬.৮০ কোটি মার্কিন ডলার। অর্থাৎ দুই বছরে এই অঙ্ক দাঁড়াবে ৯৩.৬০ কোটিতে! ভাঙা হিসেবে প্রতি মাসে ৩.৯ কোটি, সপ্তাহে ৮৯ লাখ, দিনে ১২.৮৮ লাখ এবং প্রতি ঘণ্টায় ৫৩,৬৬৬ মার্কিন ডলার। আর প্রতি মিনিটে ৮৯৪ ও সেকেন্ডে ১৫ ডলার।

বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে যা দাঁড়ায় প্রতি সেকেন্ডে প্রায় ১,৮৩৩ টাকা, প্রতি মিনিটে ১ লাখ ৯ হাজার, প্রতি ঘণ্টায় ৬৫ লাখ ৫৯ হাজার এবং দিনে প্রায় ১৫৭৪ কোটি টাকা। মাসে প্রায় ৪৭৬ কোটি টাকা ও বছরে ৫৭২০ কোটিরও বেশি।

চুক্তির আকর্ষণীয় দিক এখানেই শেষ নয়। দ্য সানের মতে, নতুন চুক্তিতে রোনালদো পেয়েছেন ক্লাবটির মালিকানার ১৫ শতাংশ অংশ—যার মূল্য ৩.৩০ কোটি পাউন্ড। সই বাবদ মিলবে ২.৪৫ কোটি পাউন্ড, যা দ্বিতীয় বছরে বাড়বে ৩.৮০ কোটিতে। প্রতি গোলের জন্য ৮০ হাজার পাউন্ড বোনাস, দ্বিতীয় বছরে যা বাড়বে ২০%। পাশাপাশি আল নাসর যদি প্রো লিগ জেতে, রোনালদো পাবেন ৮০ লাখ পাউন্ড, ব্যক্তিগতভাবে গোল্ডেন বুট পেলে ৪০ লাখ এবং চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হলে ৬৫ লাখ পাউন্ড।

চুক্তির আওতায় রয়েছে আরও নানা রকম সুবিধা—প্রাইভেট জেট ব্যবহারে ৪০ লাখ পাউন্ড, সার্বক্ষণিক ১৬ জন কর্মী (শেফ, ড্রাইভার, নিরাপত্তাকর্মীসহ), এমনকি ৬ কোটি পাউন্ড মূল্যের স্পনসরশিপ চুক্তির ব্যবস্থাও।

এই চুক্তি নিয়ে ক্লাব সংশ্লিষ্ট এক সূত্র জানান, “তিনি এই লিগের পোস্টার বয়। তাঁকে ধরে রাখতে হলে শুধু টাকা নয়, প্রতীকী সম্মানও দিতে হতো। তাঁকে কেন্দ্র করেই লিগটি আলোচনায় থাকে।” সেই সূত্র আরও জানান, “রোনালদো যা চান, ক্লাব তেমনটাই দিচ্ছে। ভবিষ্যতেও যাতে তিনি আল নাসরের হয়ে থেকে যেতে পারেন—একজন খেলোয়াড়, আইকন ও মালিক হিসেবেও—সে লক্ষ্যেই এমন ব্যবস্থা।”

২০২২ সালের শেষ দিকে প্রথমবার আল নাসরে যোগ দেন রোনালদো। তখন জানা গিয়েছিল, বেতনসহ বাণিজ্যিক ও পৃষ্ঠপোষকতা চুক্তি মিলিয়ে তাঁর বাৎসরিক আয় হবে প্রায় ২০ কোটি ইউরো। কিন্তু এবারের চুক্তি যেন সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।

Nenhum comentário encontrado


News Card Generator