close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আখাউড়ায় সড়ক বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা..

Ali Afzal Khan avatar   
Ali Afzal Khan
আখাউড়ায় সড়ক বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একটি ফার্মেসিকে জরিমানা ও সতর্কতা ।..

 

ওমর সানি ভূঁইয়া :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারে বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান আখাউড়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা 

অভিযানে দরদী ফার্মেসির ড্রাগ লাইসেন্স মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়। এ কারণে ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়।

অভিযান শেষে ইউএনও জনগণকে সচেতন করার উদ্দেশ্যে বলেন, অ্যান্টিবায়োটিক ব্যবহারে সবাইকে সতর্ক হতে হবে। তিন দিন, সাত দিন বা পনেরো দিনের কোর্স অসম্পূর্ণ রাখলে রোগীর ক্ষতি হয় এবং ওষুধের কার্যকারিতা কমে যায়। তাই চিকিৎসকের পরামর্শ মেনে পুরো কোর্স শেষ করা জরুরি।

তিনি আরও জানান, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় লাইসেন্স ছাড়া বা অনিয়মে পরিচালিত কোনো ফার্মেসিকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Không có bình luận nào được tìm thấy