আখাউড়ায় রেলওয়ে স্টেশন থেকে কালোবাজারি গ্রেপ্তার

সাইদুল ইসলাম avatar   
সাইদুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে দাঁড়িয়ে  টিকিট কালোবাজারির অভিযোগে মোঃ কালু (৪১) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই)  রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে আন্তঃনগর টিকিট কাউন্টারের সামনে এ অভিযান চালানো হয়।

 

রেলওয়ে পুলিশ জানায়, অভিযুক্ত মোঃ কালুকে আন্তঃনগর ট্রেনের ১৭টি আসনবিশিষ্ট ৫টি টিকিট বেশি দামে বিক্রি করার সময় আটক করা হয়। তার কাছ থেকে কালোবাজারিতে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে। 

 

আটককৃত মোঃ কালুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর মোড়াইল এলাকায়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ মোট ১৯টি মামলা রয়েছে।

 

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বলেন, রেলওয়ের যাত্রীসেবা নিশ্চিত করতে আমরা কালোবাজারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Hiçbir yorum bulunamadı