close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আইপিএল ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে কোন দল?..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
আজ পুরো ক্রিকেটবিশ্বের নজর থাকবে আইপিএলের মহারণের দিকে। কারণ এবারকার ফাইনালটিকে বলা যায় একদমই ভিন্নধর্মী—কখনো ট্রফি না জেতা দুই দলের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে।..

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। তবে সেই বহুল প্রতীক্ষিত ম্যাচে কাঁটা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

রিজার্ভ ডে রাখা হয়েছে কি না, কিংবা বৃষ্টির আশঙ্কা আদৌ কতটা—এসব প্রশ্ন এখন ঘুরছে সবার মাথায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক, কী বলছে আবহাওয়া দফতর।

আহমেদাবাদে আজ বৃষ্টির আশঙ্কা রয়েছে মোট ৬১ শতাংশ, যা নিঃসন্দেহে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আইপিএলপ্রেমীদের জন্য। তবে প্রতি ঘণ্টার বৃষ্টিপাতের সম্ভাবনা বিশ্লেষণ করলে কিছুটা স্বস্তির জায়গাও পাওয়া যায়।

আকুওয়েদারের তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম—মাত্র ১৫ থেকে ২০ শতাংশ। তবে বিকেলের দিকেই মূল চিন্তার জায়গা তৈরি হয়েছে। বিকেল ৪টায় সম্ভাবনা ৪৯ শতাংশ, যা বেড়ে বিকেল ৫টায় দাঁড়ায় ৫৭ শতাংশে। সন্ধ্যা ৬টা নাগাদ তা কিছুটা কমে দাঁড়ায় ৫১ শতাংশে। তবে টসের সময়—সন্ধ্যা ৭টায়—আশার আলো দেখা যায়, কারণ তখন বৃষ্টির সম্ভাবনা মাত্র ৫ শতাংশ। এরপর রাতভর, অর্থাৎ ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত বৃষ্টির আশঙ্কা আরও কমে ২ শতাংশে নেমে আসে।

শুধু এলিমিনেটর বা কোয়ালিফায়ার নয়, এবারের ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। আজকের নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ না হলে অতিরিক্ত দুই ঘণ্টা সময় দেওয়া হবে। তাতেও যদি খেলা সম্পন্ন না হয়, তাহলে আগামীকাল রিজার্ভ ডেতে গড়াবে ফাইনাল। আর আজ যদি এক বলও না খেলা হয়, তাহলে রিজার্ভ ডেতেই পুরো ম্যাচ অনুষ্ঠিত হবে।

তবে রিজার্ভ ডে-ও যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে নিয়ম অনুযায়ী শিরোপা উঠবে সেই দলের হাতে, যারা লিগ পর্বে পয়েন্ট টেবিলে এগিয়ে ছিল। সে হিসাব অনুযায়ী, চ্যাম্পিয়নের মুকুট যাবে পাঞ্জাব কিংসের ঘরে।

কারণ, পাঞ্জাব ও বেঙ্গালুরু—দুই দলই ১৪ ম্যাচে সমান ১৯ পয়েন্ট সংগ্রহ করলেও নেট রান রেটে (পাঞ্জাব ০.৩৭২, বেঙ্গালুরু ০.৩০১) এগিয়ে ছিল পাঞ্জাব। তাই ম্যাচ না হলে কিংবা ফাইনাল পরিত্যক্ত হলে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা ঘরে তুলবে তারা।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator