close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আইওয়াইসিএম চট্টগ্রাম অঞ্চল পরিচালক মহিউদ্দীনের সড়ক দূর্ঘটনায় মৃত্যু..

সালাউদ্দীন মুন্না avatar   
সালাউদ্দীন মুন্না
****

মোঃ সালাউদ্দীন মুন্না, চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধিঃ ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার, চট্টগ্রাম জেলার পরিচালক মোঃ মহিন উদ্দীন লিটন আজ ৭ এপ্রিল ২০২৫, সোমবার দুপুর ৩ টায় চট্টগ্রাম ফরহাদাবাদ স্ট্রাইক ফর গাজা এর উদ্দেশ্য যাওয়ার সময় নাজিরহাট মেডিকেল রাস্তার মোড় প্রাইভেট কারের সাথে মোটর সাইকেল নিয়ে গুরুতর সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। মোঃ মহিউদ্দীন লিটন (২৭), চট্টগ্রাম হাটহাজারী উপজেলা ফরহাদাবাদ ইউনিয়ন, ৪ নং ওয়ার্ড ফোরক আহমদ জামে মসজিদ রাত ১১ টায় জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

Walang nakitang komento


News Card Generator