close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আগুনে পুড়ে গেছে ৫ টি পরিবারের স্বপ্ন।

Bablu Munsi avatar   
Bablu Munsi
****
ফরিদপুর জেলা প্রতিনিধি :
রেজাউল ইসলাম বাবলু 
 
দেবীনগর নগরকান্দা ফরিদপুরে বিদ্যুতের শর্ট-সার্কিটে পুড়ে গেছে,
পাঁচটি পরিবারের বেঁচে থাকার


একমাত্র সম্বল।
 আনুমানিক ২ ঘটিকার সময় বিদ্যুতের শর্ট-সার্কিটে পুড়ে যায় পাঁচটি ঘর এবং ঘরের মধ্যে থাকা দৈনন্দিন জীবনের আসবাবপত্র,
কোন কিছুই বের করতে পারেনি ঘরের মালিকেরা, আকাশে মেঘ এবং বাতাস থাকার কারণে,
 মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।
 ৯৯৯ ফোন দিলে নগরকান্দা এবং ফরিদপুর সদর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
 আনুমানিক পাঁচটি পরিবারে ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এলাকার চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত  এলাকা পরিদর্শন করেন এবং তাদেরকে আশ্বাস দেন জেলা প্রশাসকের সাথে আলোচনা করে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন।
  বিএনপির ৭ নং ওয়ার্ডের হাবিবুর রহমান (হাবিব) ক্ষতিগ্রস্তদের মাঝে,
৫ কেজি চাউল, ১ কেজি তেল,
৫০০ গ্রাম ডাউল, ১টি হাড়ি,১টি কড়াই, ইত্যাদি বিতরণ করেন।
 তিনি বলেন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। ভবিষ্যতে তিনি সাধারণ মানুষের পাশে সব সময় এভাবে থাকতে চান।
Keine Kommentare gefunden