আব্দুস সাত্তার, দিনাজপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন শনিবার এক আলোচনা সভায় বলেন, 'আগামীতে ক্ষমতায় এসে যারা ফ্যাসিস্ট ও স্বৈরাচারি আচরণ করবে, তাদের পরিণতিও শেখ হাসিনার মতই হবে।
শনিবার (৯ আগস্ট ২০২৫) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে 'ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুর রহমান শাহিন আরো বলেন, 'গত সাড়ে ১৫ বছর ধরে রাজনৈতিক নেতৃবৃন্দ ফাঁসিতে ঝুলেছে। এই সময়ে সাংবাদিকরাও আন্দোলনের বাইরে থাকতে পারেনি। তবে এবারে সব পত্রিকা ক্রোড়পত্র পেয়েছে।' তিনি সাংবাদিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সাংবাদিকদের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদেকুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক আবু বকর।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন গত ১৬ বছরে ৬৬ জন সাংবাদিক জীবন দিয়েছেন। সর্বশেষ গাজীপুরে আসাদুজ্জামান শাহিন জীবন দিয়েছেন। সাংবাদিকরা যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলের নেতাদের পক্ষে থাকেন ততক্ষণ ভাল। কিন্তু যখন তাদের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রচার করেন তখন শত্রু হয়ে যান। সাংবাদিকরা কারো বন্ধু না।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল বলেন জুলাই বিপ্লব চূড়ান্ত বিপ্লব নয়। আরো বিপ্লব হবে। সাংবাদিদের ইস্পাত দৃঢ় ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যবদ্ধভাবে ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে প্রতিহত করতে হবে। গত ১৬ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্নীতির কথা আমরা ভুলে গেছি। রাজনৈতিক নেতৃবৃন্দকে সাধারণ মানুষের সাথে মিশতে হবে। আপনারা বিভাজন সৃষ্টিকারীদের কোন অবস্থায় আশ্রয় দিবেন না।' বক্তারা আরো বলেন, 'জুলাই বিপ্লবের মূল চেতনা ধরে রাখতে হবে। সাংবাদিকসহ সকলের মধ্যে বিভাজন মিটিয়ে ফেলতে হবে। পৃথিবীতে যে পেশাজীবীদের অবদান অনস্বীকার্য সে পেশাটি হচ্ছে সাংবাদিক। আলোচনা শেষে দিনাজপুরে শহীদ রবিউল ইসলাম রাহুলের পিতা মুসলেম উদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।