আগামীতে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির: তারেক রহমান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
BNP’s Acting Chairman Tarique Rahman said the party holds the highest potential to lead the country in the upcoming elections, calling for stronger democracy and accountability.

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে দেশের নেতৃত্ব দেওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির। তিনি গণতন্ত্র শক্তিশালী ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের নেতৃত্ব দেওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির—এমন দৃঢ় মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৯ আগস্ট) বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক অঙ্গনে একটি নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপির সমর্থকদের পাশাপাশি যারা নিজেদের নিরপেক্ষ মনে করেন, তারাও বর্তমানে বিএনপির নেতাকর্মীদের কাছে নিজেদের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরছেন। কারণ, তারা মনে করেন—দেশের জন্য ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করার সর্বাধিক সামর্থ্য বর্তমানে বিএনপির আছে। তারেক রহমানের ভাষায়, “যেহেতু আগামী নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার সবচেয়ে বড় সম্ভাবনা বিএনপির, তাই আমাদের এখন থেকেই সেই প্রস্তুতি নিতে হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের ভিত ধীরে ধীরে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এমনকি আমাদের নিজেদের দলীয় কাঠামোর মধ্যেও গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের জনগণ বিএনপির কাছে যে প্রত্যাশা রাখে, তার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি করা। এই দায়িত্ব থেকে আমাদের কেউই সরে যেতে পারি না।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান—ড্যাবের এই কাউন্সিলকে একটি নতুন সূচনার ভিত্তি হিসেবে গ্রহণ করার জন্য। তারেক রহমান বলেন, “আসুন, আজকের এই আয়োজনকে আমরা গণতন্ত্রের ভিত মজবুত করার অনুশীলনের প্রথম ধাপ হিসেবে গ্রহণ করি।”

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর শনিবার অনুষ্ঠিত হচ্ছে ড্যাবের ভোট। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে সভাপতি পদে লড়ছেন ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক হারুন আল রশিদ এবং মহাসচিব পদে প্রার্থী হয়েছেন জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম শাকিল। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলের সভাপতি প্রার্থী শিশু হাসপাতাল ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম আজিজুল হক এবং মহাসচিব পদে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের রেসপিরেটরি বিভাগের অধ্যাপক আবদুস সাকুর খান।

তারেক রহমানের বক্তব্য ও ড্যাবের নির্বাচন—দুই ক্ষেত্রেই রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর এখন বিএনপির পরবর্তী কর্মপন্থার দিকে। বিশেষ করে, আগামী জাতীয় নির্বাচনে দলটি কিভাবে নিজেদের অবস্থান আরও শক্ত করবে এবং গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন করবে, সেটিই এখন দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু।

No comments found