close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আদমদীঘিতে ট‍্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

 

বগুড়া আদমদীঘি থানা পুলিশ ও  সান্তাহার ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক  করে। আটককৃতরা হলো, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চকনরসিং বিলাশবাড়ি গ্রামের হাসেম আলীর ছেলে মোঃ তারিকুল ইসলাম সজিব (৩২) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী দেওরা গ্রামের বুদা চন্দ্র বর্মনের ছেলে সুজিত চন্দ্র বর্মন (৩৩)। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩১জুলাই)সন্ধ্যায় আদমদীঘি উপজেলার দমদমা গ্রামে পোল্ট্রি খামারের পাশে ও শাওইল বাজারে মাদকদ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা  পুলিশ ও সান্তাহার ফাঁড়ি পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালায়। অভিযানে ৬৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ তারিকুল ইসলাম সজিব কে এবং শ্রী সুজিত চন্দ্র বর্মনের নিকট থেকে ১০ পিসসহ মোট ৭৭পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের দুইজনকে আটক করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় দুইটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে শুক্রবার (১ আগস্ট) আটককৃতদেরকে বগুড়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

لم يتم العثور على تعليقات