close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আব্দুল সালামের মৃত্যু: গরু বোঝাই আলমসাধু গাড়ি উল্টে গিয়ে

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে তালা উপজেলার মির্জাপুর এলাকায় গরু বোঝাই আলমসাধু গাড়ির এক্সেল ভেঙ্গে উল্টে গিয়ে আব্দুল সালাম (৬০) নিহত হয়েছেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মির্জাপুর এলাকায় গরু বোঝাই আলমসাধু গাড়ির এক্সেল ভেঙ্গে উল্টে গিয়ে আব্দুল সালাম (৬০) নামের একজন নিহত হয়েছেন।

তিনি তালা উপজেলার পাঁচরোখি গ্রামের মৃত কিসমত মোড়লের ছেলে। এ সময় গাড়ির চালক গুরুতর আহত হয়। 


রবিবার (২৭ এপ্রিল '২৫) বেলা ২ টার দিকে আলমসাধু গাড়িতে গরু নিয়ে সুঁড়িখালি বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন আব্দুল সালাম। তালা উপজেলার মির্জাপুর এলাকায় পৌছালে গাড়ির এক্সেল ভেঙ্গে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যান আব্দুল সালাম। গুরুতর আহত হন গাড়ির চালক। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ তালা হাসপাতালে পুলিশ হেফাজতে ছিল। 


তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Keine Kommentare gefunden


News Card Generator