ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ফ্যাসিস্ট, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি ও আগামী ৫ আগস্ট বিজয় মিছিল কর্মসূচিকে সফল করতে ময়মনসিংহের ভালুকা উপজেলার অন্তর্গত ১১টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোর্শেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ ও সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় বক্তারা ৫ আগস্ট বিজয় মিছিল সফল করার জন্য নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানান।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন ভালুকা উপজেলা শ্রমিকদলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, এবং ভালুকা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন।