close

লাইক দিন পয়েন্ট জিতুন!

৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন ইশরাক

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
বিএনপি নেতা ইশরাক হোসেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন।শপথ না পড়ানোর রিট আবেদন খারিজের পর বৃহস্পতিবার বিকালে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তিনি।..

বৃহস্পতিবার  বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে  তিনি বলেন, “সরকারের পদক্ষেপ না নেওয়ার কারণেই আন্দোলনে আসতে বাধ্য হয়েছি আমরা।”

নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এই যে আপনারা ৭ দিন নিরলস পরিশ্রম করে আন্দোলনকে এ পর্যায়ে নিয়ে এসেছেন, সেটার জন্য উনি (তারেক রহমান) আপনাদের ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। “আমি নিজেও আপনাদের কাছে চিরজীবন ঋণী থাকব। এই রিট খারিজের মধ্য দিয়ে সব শেষের আইনের শাসনের বিজয় হয়েছে।”

 

সরকারকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের কথা জানিয়ে তিনি বলেন, “আজ যেহেতু আমরা রায় পেয়েছি, এটি নিয়ে কাজ চলছে। যদি আবারও টালবাহানা করে এই সরকার, আবারও কালক্ষেপণ করে এই সরকার, তাহলে কাল সকালেই আবার এখানে এসে আমরা ঘেঁরাও দেব।

 

“২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টা সরকারকে পর্যবেক্ষণ করা হবে যে তারা কী করে। সেটার ওপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম বা পদক্ষেপ নেওয়া হবে।”

 আদালতের রায় বাস্তবায়নের জোর দাবি জানানোর পাশাপাশি এ সময় দুই উপদেষ্টার পদত্যাগের যে দাবি, সেটি চলমান থাকবে বলেও জানান ইশরাক হোসেন।

Tidak ada komentar yang ditemukan