close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

৪৮ ঘণ্টার ব্যবধানে যমজ দুই ভাইয়ের হৃদয়বিদারক মৃত্যু

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নেত্রকোণার পূর্বধলায় ৪৮ ঘণ্টার ব্যবধানে যমজ দুই ভাই হাসেন আলী ও হোসেন আলীর মৃত্যু হয়েছে। পরিবারের ধারণা, এক ভাইয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে অন্য ভাইও প্রাণ হারিয়েছেন।..

রোববার সন্ধ্যা ৭টার দিকে মারা যান মো. হাসেন আলী। এরপরই যমজ ভাই মো. হোসেন আলী শোকাহত হয়ে কান্নাকাটি শুরু করেন এবং অসুস্থ হয়ে পড়েন। রাত ১০টার দিকে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে তিনি সেখানে মারা যান।

হাসেন আলী রেখে গেছেন সাত ছেলে ও এক মেয়ে। হোসেন আলী রেখে গেছেন স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে।  নিজ বাড়িতে তাদের জানাজা সম্পন্ন হয় এবং পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

প্রতিবেশীরা জানান, যমজ দুই ভাইয়ের মধ্যে ছিল গভীর সম্পর্ক। একজনের মৃত্যু অন্যজন মেনে নিতে পারেননি বলেই এমনটা ঘটেছে বলে তারা মনে করছেন। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি স্বাভাবিক মৃত্যু হলেও ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।

کوئی تبصرہ نہیں ملا