close

লাইক দিন পয়েন্ট জিতুন!

৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্লকেড স্থগিত..

Juwel Hossain avatar   
Juwel Hossain
রবিবার সকাল ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত চলা এই অবরোধে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।..

সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় টানা প্রায় পৌনে দুই ঘণ্টা যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ করে উত্তরবঙ্গগামী ব্লকেড কর্মসূচি পালন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে এ কর্মসূচি পালন শেষে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন তারা।

রবিবার সকাল ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত চলা এই অবরোধে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জামায়াতে ইসলামীর ও এনসিপির নেতৃবৃন্দ, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ৯ হাজার ২০০ কোটি টাকার ডিপিপি কয়েক দফা সংশোধনের পর বর্তমানে ৫১৯ কোটি টাকার ডিপিপি একনেক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ ৯ বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় পড়াশোনার মান ও পরিবেশ ব্যাহত হচ্ছে। দাবি পূরণে বিলম্ব হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

No comments found