close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

৪ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিল আদর্শ ছাত্র ও যুব সমাজ..

M.A Hossain avatar   
M.A Hossain
****

আদর্শ ছাত্র ও যুব সমাজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিল আদর্শ ছাত্র ও যুব সমাজ। বুধবার সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামসেদ আলম। পুরো কার্যক্রম পরিচালনা করেন আদর্শ ব্লাড ব্যাংকের আহবায়ক সরোয়ার উদ্দিন আনসারী, আদর্শ ছাত্র ও যুব সমাজের সভাপতি ও আদর্শ মোক্তার হোসাইন সাইমন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির এডমিন আক্তার হুসাইন এলিট, আদর্শ ছাত্র ও যুব সমাজের সাংগঠনিক সম্পাদক বাবলু, সদস্য নয়ন, সাজিদ, নাহিদুল ইসলাম, তৌকির চৌধুরী, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, নেছার উদ্দিন তুহিন, স্বেচ্ছাসেবী আকুল দে, রেড ক্রিসেন্টের সদস্য কবিতা প্রমুখ।

আদর্শ ব্লাড ব্যাংকের আহবায়ক সরোয়ার উদ্দিন আনসারী বলেন, রক্ত দিন জীবন বাঁচান, মানবতার কল্যাণে অসহায় মানুষের আহবানে আমরা আছি সবখানে-এই স্লোগান ধারণ করে সংগঠনটি এগিয়ে যাচ্ছে। এই সংগঠন গত পাঁচটি বছর ধরে সকল ধরনের সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে আসছে তারই ধারাবাহিকতায় টানা দুই বছর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার অর্জন করে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক অর্জন করে।

Nenhum comentário encontrado