৩১ দফা বাস্তবায়নের দাবিতে কালাইয়ে বিএনপির জনসমাবেশ
সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে শনিবার (৪ অক্টোবর) বিকাল ৪ টায় জয়পুরহাটের কালাই উপজেলার চাকলমূয়া বিএনপি মোড় সংলগ্ন স্কুলমাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ও জয়পুরহাট -২(কালাই,ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে মনোনয়ন প্রত্যাশি জনাব মোঃ আব্দুল বারী।
সাবেক সহকারী অধ্যাপক ও ক্ষেতলাল সরকারি এস.এ কলেজের সাবেক শিক্ষক আলহাজ্ব আশরাফ আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব মোঃ মৌদুদ আলম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
জনাব মোঃ খালেদ মাসুদ আঞ্জুমান, সভাপতি, ক্ষেতলাল উপজেলা বিএনপি,সহকারী অধ্যাপক আব্দুল আলিম, সভাপতি, ক্ষেতলাল পৌর বিএনপি
জনাব মোঃ আরিফ ইফতেখার আহম্মেদ রানা, সাধারণ সম্পাদক, আক্কেলপুর উপজেলা বিএনপি
জনাব এ.এইচ.এম ওবাইদুর রহমান সুইট, সাবেক সভাপতি, জেলা যুবদল জয়পুরহাট। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান মিজান।
সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হোন।
নেতারা আশা করছেন, এই সমাবেশ কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর অঞ্চলের জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন উদ্দীপনা যোগ করবে।
Tidak ada komentar yang ditemukan