২৮ জুন ঘিরে.....
আসছে আগামী ২৮ জুন, রোজ শনিবার, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত, এতে সারাদেশে শহর গ্রাম মিলে সর্বস্তরে বিশাল সাড়াজাগানো হয়েছে।
প্রয়োজনীয় সংস্কার, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন (পি আর) পদ্ধতিতে, এছাড়াও আরও গুরুত্বপূর্ণ দাবি নিয়ে এই মহাসমাবেশ।
দলটির আমির ২৮ জুনের মহাসমাবেশকে জন টর্নেডো বলে আখ্যা দিয়েছেন।
আবার গত কয়েক দিন আগে দলটির নায়েবে আমীর, গত ২৪সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সিপাসালাহ শায়খে চরমোনাই খ্যাত, আল্লামা ফয়জুল করীম বলেছিলেন, অচিরেই ঢাকার বুকে লক্ষাধিক জনসমাগম তৈরী করে, জনগণের কাছ থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে, আগে সংস্কার নাকি আগে নির্বাচন হবে, ধারণা করা বাহুল্য যে, এই কথারই ধারাবাহিকতায় গত কিছু দিন আগে তিনি বলেন, আগামী ২৮ জুন, ঢাকাতে জন মহাপ্রলয় তৈরি হবে।
এতেই বোঝা যাচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুখে যা বলেছেন, কাজেও তাই প্রমাণ করার চেষ্টা করছেন।
সব মিলিয়েিই আমরা অপেক্ষা করতে পারি যে, দেখি আগা ২৮ জুন মহাসমাবেশ ঘিরে কি কর্মসূচি দলটি প্রদান করেন।