close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

২০২৫ : ক্রীড়া জগতের জন্য আশীর্বাদস্বরূপ

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
আপনাকে যদি বলা হয়, ২০২৫ সালে স্পোর্টস জগৎ টা কে কিভাবে দেখবেন? এতো এতো নতুন দলের চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতি যেনো হয়ে গেছে ইতিমধ্যে।..

সেই তালিকায় নাম লেখালেম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন তকমা। বিরাট কোহলীর হলো স্বপ্নপূরণ। অন্যদিকে একটি শিরোপার জন্য হেরি কেন কে অপেক্ষা করতে হয়েছে ১৬ বছর। তার দীর্ঘ দিনের সতীর্থ সন হিউং-মিনের অবশ্য তার চেয়ে একটু কম সময় লেগেছে, মাত্র ১৫ বছর। টটেনহাম শিরোপা জিতে ১৭ বছর পর। বোলোনিয়া ৫১ বছর ও নিউক্যাসল ইউনাইটেড ৭০ বছর অপেক্ষার পর শিরোপা জিতেছিল।চ্যাম্পিয়নস লিগ জয় লাভ করে ফ্রান্স ক্লাব প্যারিস সেইন্ট জার্মাইন। এদিকে বাংলাদেশে ক্লাব মোহামেডান শিরোপা জিতে পাক্কা ২৩ বছর পর।

বছর শেষ হওয়ার আগেই হয়তোবা অন্যান্য দল আশা রাখতেও পারে চ্যাম্পিয়ন হওয়ার। ভাগ্য যেখানে এতো মধুর প্রতিটি দলের জন্য, সেখানে আশা ও প্রত্যাশা রাখা দূষের কিছু নাই। ইতিহাসের পাতায় হয়তোবা এইবছর স্পোর্টসের ক্ষেত্রে অমর হয়ে থাকে। কেননা আগে বা এই দশকে যা হয়নি, তা হলো এইবার।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator