সিরিজের ১ম ম্যাচে গত ১৯ অক্টোবর পার্থে (বৃষ্টিবিঘ্নিত ম্যাচে) অস্ট্রেলিয়া ৭ উইকেটে হারায় ভারতকে। যেটা ছিল ২০২৫ সালে ওডিআইতে (ওয়ানডে) টিম ইন্ডিয়ার প্রথম পরাজয়!
গতকাল (২৩ অক্টোঃ) অ্যাডিলেডে অনুষ্ঠিত হওয়া সিরিজের ২ নম্বর ম্যাচে স্বাগতিক অজি বাহিনী গত ম্যাচের মতই মুদ্রা নিক্ষেপণে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং বেছে নেয়।
ভারতীয় দল ইনিংসের শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি। ১ম 'পাওয়ার প্লে'-তে (১০ ওভারে) তাদের দলীয় স্কোর ছিল মাত্র ২৯/২। অভিজ্ঞ রোহিত শর্মার ৯৭ বলে ৭৩ ও ৪ নম্বরে নামা শ্রেয়াস আইয়ারের ৭৭ বলে ৬১ রানের কল্যাণে সফরকারীরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৬৪ রান। দলের সেরা তারকা বিরাট কোহলি ১ম ম্যাচের মত এ ম্যাচেও ০ রানে আউট হন! অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা ৪টি, জাভিয়ের বারলেট ৩টি এবং মিচেল স্টার্ক ২টি উইকেট নেন।
অজি দল জবাব দিতে নেমে প্রথম ১০ ওভারে সংগ্রহ করে ৪২/১। ওয়ান ডাউনে নামা ম্যাথু শর্ট-এর (ম্যাচ সর্বোচ্চ) ৭৮ বলের মোকাবেলায় ৭৪ এবং ৬ নম্বর পজিশনে নামা বাঁহাতি কুপার কনোলীর গুরুত্বপূর্ণ মাত্র ৫৩ বলে অপরাজিত ৬১ রানের উপর ভর করে স্বাগতিকরা শেষদিকে মোটামুটি উত্তেজনা তৈরি হওয়া ম্যাচে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায়। যদিও অস্ট্রেলিয়ার ৪৬.২ ওভারের বেশি খেলতে হয়নি। ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং ও হারশিত রানা ২টি করে উইকেট পান।
২ উইকেটের এ জয়ের মাধ্যমে ২-০ তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এবং ভারত এ বছর (২০২৫) প্রথম ওডিআই সিরিজ হারেরও স্বাদ পায় এ ম্যাচে হারের ফলে! (এ ম্যাচের) সেরা প্লেয়ার নির্বাচিত হন অজি লেগস্পিনার অ্যাডাম জ্যাম্পা তার (১০-০-৬০-৪) বোলিংয়ের জন্য।
[ক্রিকবাজ।]
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			