২০১৩: শাপলা চত্বরে হেফাজত সমাবেশে বিশ্ববিদ্বেষ (পুরোপুরি রিভিউ)২০১৩ সাল, ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে বিশ্ববিদ্বেষ ও জনঘাতকারী ঘটনা।২০১৩ সালের ৫ই মে, ঢাকার শাপলা চত্বরে দেশের ইতিহাসের এক বিতর্কিত এবং বেদনাবিধুর ঘটনা ঘটে। ইসলামপন্থী সংগঠন হেফাজতে ইসলাম ১৩ দফা দাবিতে সমাবেশ ডাকে, যার মধ্যে ছিল নবী করিম (স.)-কে কটূক্তির বিরুদ্ধে আইন প্রণয়ন, নারীনীতি বাতিল, নাস্তিক ব্লগারদের শাস্তি ইত্যাদি। দুপুরের পর থেকে শাপলা চত্বরে লাখো মানুষ জড়ো হয়। রাত গভীর হওয়ার সাথে সাথে শহর অচল হয়ে পড়ে। সরকারের পক্ষ থেকে এক পর্যায়ে কঠোর অবস্থান নেওয়া হয়। মধ্যরাতে যৌথ বাহিনী (পুলিশ, র্যাব, বিজিবি) অভিযান চালায়। রাস্তার আলো বন্ধ করে, মিডিয়ার লাইন কেটে দেওয়া হয়। এর পর কী ঘটেছিল—তা কী আজও পুরোপুরি স্পষ্ট নয়...?? রক্ত পিপাসু হাসিনা সরকার সংসদে দাড়িয়ে বলেছিলো 'সেদিন প্রশাসনিক অভিযান শান্তিপূর্ণ ছিল, কেউ মারা যায়নি।' উল্টো বলে হেফাজত কর্মীরা রঙ মেখে শুয়ে ছিলো ইত্যাদি। অথচ সেই রাতে 'রক্তস্নাত গণহত্যা হয়েছে, হাজার হাজার নবীপ্রেমীক মানুষ শহীদ হয়েছেন।ট্যাগস: ইতিহাস, বিতর্ক, সংগঠন, হেফাজত, রাজনীতি২০১৩: শাপলা চত্বরে হেফাজত সমাবেশে বিশ্ববিদ্বেষ (পুরোপুরি রিভিউ)২০১৩ সাল, ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে বিশ্ববিদ্বেষ ও জনঘাতকারী ঘটনা।২০১৩ সালের ৫ই মে, ঢাকার শাপলা চত্বরে দেশের ইতিহাসের এক বিতর্কিত এবং বেদনাবিধুর ঘটনা ঘটে। ইসলামপন্থী সংগঠন হেফাজতে ইসলাম ১৩ দফা দাবিতে সমাবেশ ডাকে, যার মধ্যে ছিল নবী করিম (স.)-কে কটূক্তির বিরুদ্ধে আইন প্রণয়ন, নারীনীতি বাতিল, নাস্তিক ব্লগারদের শাস্তি ইত্যাদি। দুপুরের পর থেকে শাপলা চত্বরে লাখো মানুষ জড়ো হয়। রাত গভীর হওয়ার সাথে সাথে শহর অচল হয়ে পড়ে। সরকারের পক্ষ থেকে এক পর্যায়ে কঠোর অবস্থান নেওয়া হয়। মধ্যরাতে যৌথ বাহিনী (পুলিশ, র্যাব, বিজিবি) অভিযান চালায়। রাস্তার আলো বন্ধ করে, মিডিয়ার লাইন কেটে দেওয়া হয়। এর পর কী ঘটেছিল—তা কী আজও পুরোপুরি স্পষ্ট নয়...?? রক্ত পিপাসু হাসিনা সরকার সংসদে দাড়িয়ে বলেছিলো 'সেদিন প্রশাসনিক অভিযান শান্তিপূর্ণ ছিল, কেউ মারা যায়নি।' উল্টো বলে হেফাজত কর্মীরা রঙ মেখে শুয়ে ছিলো ইত্যাদি। অথচ সেই রাতে 'রক্তস্নাত গণহত্যা হয়েছে, হাজার হাজার নবীপ্রেমীক মানুষ শহীদ হয়েছেন।ট্যাগস: ইতিহাস, বিতর্ক, সংগঠন, হেফাজত, রাজনীতি
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Walang nakitang komento