close

লাইক দিন পয়েন্ট জিতুন!

২ শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগ উঠেছে বগুড়ায়, পলাতক রয়েছে আ'সামি।..

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
গোটা জাতী যখন মাগুরায় শিশু আছিয়া ধ'র্ষণ ও হ'ত্যা ঘটনায় স্তব্ধ,ঠিক তখনই বগুড়ার কাহালু উপজেলায় ৬ বছর বয়সী দুই শিশুকে ধ'র্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার পাইকড় ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা নুরুল ইসলাম (৪৫) ..

মা'মলা দায়ের করার পর ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলাম পালিয়ে যায় এবং তার অবস্থান এখনও অজ্ঞাত। অভিযুক্ত নুরুল ইসলাম, মৃত হবিবর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ১২ মার্চ বুধবার বিকালে শিশু দুটি বাড়ির সামনে খেলছিল।এসময় তাদের চিপস কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধ'র্ষ'ণ করে নুরুল ইসলাম। পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার একজন  শিশু জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হয়। পরিবার জানার পর দ্রুত স্থানীয়দের সহায়তায় ঘটনাটি পুলিশকে জানানো হয়।

শিশুদের অবস্থা গুরুতর হওয়ায় পুলিশ দ্রুত শিশুদ্বয়কে উদ্ধার করে হেফাজতে নেয় । "ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং আসামিকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। আমরা আশা করি, অল্প সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে",বলে জানান কাহালু থানার ওসি সেলিম রেজা ।

এ ঘটনায় এলাকার মানুষ অভিযুক্ত নুরুল ইসলামের গ্রেফতার দাবি জানিয়েছেন এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator