close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

১ম ওয়ানডেতে ৯৮ রানে হারাল দঃ আফ্রিকা অস্ট্রেলিয়াকে।

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
স্বাগতিক অস্ট্রেলিয়া বনাম সফরকারী দক্ষিন আফ্রিকার মধ্যকার ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ।..

আজ অস্ট্রেলিয়ার কেয়ার্নসে সিরিজের ১ম ম্যাচে মুখোমুখি হয় দল দুটি। টসে জিতে স্বাগতিকরা প্রথমে ফিল্ডিং বেছে নেয়। 

দঃ আফ্রিকার দুই ওপেনার সাবলীলভাবেই ইনিংস শুরু করেন। ওপেনিং জুটির সংগ্রহ যখন ৯২ রান (১৬.৫ ওভারে), তখন বাঁহাতি রায়ান রিকেলটন ৩৩ (৪৩) রান করে আউট হন। এটাই অবশ্য এ ম্যাচের সর্বোচ্চ জুটি। অপর ওপেনার এইডেন মার্করাম করেন ৮২ রান ৮১ বল খেলে ৯টি চার সহ। এছাড়া অধিনায়ক টেম্বা বাভুমা ৬৫ (৭৪) ৫টি চার সহ এবং তরুণ সেনসেশন ম্যাথিউ ব্রিজক্ করেন ৫৭ (৫৬) ৭টি চার ও ১টি ছয়ের সাহায্যে। প্রোটিয়াদের মোট সংগ্রহ দাঁড়ায় ২৯৬/৮ নির্ধারিত ৫০ ওভারে। অসিদের পক্ষে ট্রাভিস হেড ৯ ওভারে ৫৭ রান দিয়ে ৪টি এবং বেন ডোয়ারশুইস ২ উইকেট পান ৫৩ রানের বিনিময়ে। 

অস্ট্রেলিয়া জবাব দিতে নেমে ওপেনিং পার্টনারশিপে ৬০ রান তোলে (৭.১ ওভারে)। তখন ট্রাভিস হেড আউট হন ২৭ রান করে (২৪ বলে ৬টি চার সহ)। স্বাগতিকরা তারপর আর খুব বেশি সুবিধা করতে পারেনি। একমাত্র (অধিনায়ক) মিচেল মার্শ ছিলেন সফল। তার ব্যাট থেকে আসে ১০টি বাউন্ডারি সহ ৮৮ রান ৯৬ বলে। এছাড়া বেন ডোয়ারশুইস করেন ৩৩ (৫২) রান ৩টি চারের সাহায্যে। অসিরা অলআউট হয়ে যায় ১৯৮ রানে ৪০.৫ ওভারে। দঃ আফ্রিকার হয়ে বাঁহাতি অর্থোডক্স কেশব মহারাজের বোলিং বিশ্লেষণ ছিল ১০-১-৩৩-৫। এছাড়া লুঙ্গি এনগিডি ও নান্দ্রে বার্গার ২টি করে উইকেট নেন যথাক্রমে ২৮ ও ৫৪ রানের বিনিময়ে। 

৯৮ রানে জয় পাওয়া এ ম্যাচে ম্যাচসেরা হন দঃ আফ্রিকার কেশব মহারাজ তার ৫/৩৩-এর জন্য। এবং তার ব্যাট থেকেও আসে ১২ বলে ১৩ রান। 

 

[তথ্যঃ ক্রিকবাজ এবং গুগল।]

Nessun commento trovato