১৫ মে’র পর নম্বর ও রঙ ছাড়া রিকশা চলবে না: ইউএনও

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
আগামী ১৫ মে ২০২৫-এর পর কোনো রিকশা নীল রঙ ও লাইসেন্স নম্বর ছাড়া পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না।”..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা পৌর এলাকায় শৃঙ্খল ও সুপরিকল্পিত যানবাহন ব্যবস্থাপনার অংশ হিসেবে লাইসেন্সপ্রাপ্ত সকল অটোরিকশার জন্য নীল রঙ ও গায়ে লাইসেন্স নম্বর লেখা বাধ্যতামূলক করা হয়েছে।

ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এক সরকারি বার্তায় এ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “পৌর এলাকায় চলাচলকারী সকল লাইসেন্সপ্রাপ্ত অটোরিকশা নীল রঙে রাঙাতে হবে এবং গায়ে বৈধ লাইসেন্স নম্বর স্পষ্টভাবে লিখতে হবে। আগামী ১৫ মে ২০২৫-এর পর কোনো রিকশা নীল রঙ ও লাইসেন্স নম্বর ছাড়া পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না।”

ইউএনও জানান, নির্দেশনা অমান্যকারী অটোরিকশার বিরুদ্ধে জরিমানা, জব্দসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, “এ উদ্যোগ নাগরিক দুর্ভোগ কমানো, অটোরিকশা চিহ্নিতকরণ সহজ করা এবং অবৈধ যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।”

এই সিদ্ধান্তে পৌর এলাকায় সড়ক শৃঙ্খলা, যাত্রী নিরাপত্তা এবং যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রশাসনের আশা। ইউএনও সকল অটোরিকশা মালিক ও চালকদের প্রতি যথাসময়ে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

পৌর এলাকার বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে যাত্রী হয়রানি কমবে এবং যানবাহন নিয়ন্ত্রণ সহজ হবে। তবে কেউ কেউ বলেছেন, সময়সীমা আরও কিছুটা বাড়ালে ভালো হতো, যাতে সব চালক প্রস্তুতি নিতে পারেন।

Tidak ada komentar yang ditemukan