চীনে পেং হুইফাং নামে ৪৪ বছর বয়সী এক নারী ১২ তলা থেকে পড়ে গিয়েও বেঁচে আছেন। এমনকি চিকিৎসকেরা জানিয়েছেন, ছয় মাসের মধ্যে তিনি আবার হাঁটতে পারবেন। গত ১৩ মে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিয়াংসির লেপিং শহরে এ ঘটনা ঘটে। চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, হুইফাং একটি কারখানায় পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করেন। তার স্বামী জানালার ব্যবসা করেন। গত ১৩ মে স্বামীর ফোন পেয়ে তাকে সহায়তা করতে গিয়েছিলেন হুইফাং। ক্রেন দিয়ে ১২ তলায় কয়েক শ কেজি ওজনের একটি জানালা তোলা হচ্ছিল। ১২ তলার ব্যালকনি থেকে দূর নিয়ন্ত্রণ যন্ত্রের সাহায্যে সেটি নিয়ন্ত্রণ করছিলেন হুইফাং। একপর্যায়ে জানালাটি একটি গাছের ডালে আটকে দ্রুত নিচে পড়ে যায়। জানালার সঙ্গে টান খেয়ে হুইফাংও নিচে পড়ে যান। তার ডান পা, বাঁ পা ও পিঠে আঘাত লাগে। তবে ওপরের অংশে মন কোনো চোট লাগেনি।
এতে আরও বলা হয়, হুইফাংয়ের আঘাত আরও গুরুতর হতে পারত। কিন্তু তিনি সরাসরি মাটিতে না পড়ে একটি ছাউনিতে পড়েন। সেখান থেকে মাটিতে পড়েন তিনি। মূলত এ কারণেই তিনি গুরুতর আঘাত পাওয়া থেকে রক্ষা পেয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, ছয় মাসের মধ্যে তিনি আবার হাঁটতে পারবেন। তার চিকিৎসার জন্য ইতিমধ্যে ৭০ হাজার ইউয়ান (১০ হাজার ডলার) খরচ হয়েছে। এখন চিকিৎসা চালিয়ে যাওয়াটাই বড় চ্যালেঞ্জ। মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।
এ বিষয়ে হুইফাং বলেন, ‘মনে হচ্ছিল, আমি মরে যাচ্ছি। আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। তবে নিচে পড়ে টের পাই, আমি বেঁচে আছি। সঙ্গে সঙ্গেই স্বামীর উদ্দেশে চিৎকার করে বলি, আমি এখনও মরিনি, ১২০-এ ফোন কর
রিপোর্টার
রুদ্র বিশ্বাস
খুলনা