close

লাইক দিন পয়েন্ট জিতুন!

১২ ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন দপ্তরে পদায়ন

Eusuf Sagor avatar   
Eusuf Sagor
দেশের প্রশাসন কাঠামোয় বড় ধরনের রদবদল করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ১২ জেলার জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্..

দেশের প্রশাসন কাঠামোয় বড় ধরনের রদবদল করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ১২ জেলার জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পদায়নের নির্দেশ দেওয়া হয়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী—

 

ঝিনাইদহের ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল → নৌপরিবহন মন্ত্রণালয়ে

পঞ্চগড়ের ডিসি মো. সাবেত আলী → কৃষি মন্ত্রণালয়ে

চাঁদপুরের ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন → জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে

মানিকগঞ্জের ডিসি মনোয়ার হোসেন মোল্লা → ডাক ও টেলিযোগাযোগ বিভাগে

কিশোরগঞ্জের ডিসি ফৌজিয়া খান → পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে

জয়পুরহাটের ডিসি আফরোজা আকতার চৌধুরী → জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব

 

 

এছাড়া—

ময়মনসিংহের ডিসি মুফিদুল আলম → পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (PPP) কর্তৃপক্ষের মহাপরিচালক (যুগ্ম-সচিব)

➜ এজন্য তার চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

চুয়াডাঙ্গার ডিসি মোহাম্মদ জহিরুল ইসলাম → রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সদস্য (যুগ্ম-সচিব)

➜ তার চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত হয়েছে।

গোপালগঞ্জের ডিসি মুহম্মদ কামরুজ্জামান → খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।

ঝালকাঠির ডিসি আশরাফুর রহমান → অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব), সিলেট

জামালপুরের ডিসি হাসিনা বেগম → মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব

ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মোহাম্মদ দিদারুল আলম → প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব

প্রশাসনের এই রদবদলকে চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অংশ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

No comments found


News Card Generator