১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে  ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনোলজিস্টদের কর্মবিরতি ..

M Rasel Ahmed avatar   
M Rasel Ahmed
১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে  ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনোলজিস্টদের কর্মবিরতি ..

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নসহ ন্যায্য দাবির পক্ষে কর্মবিরতি পালন করেছেন ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিক্যাল স্টাফরা। শনিবার (০৪ ডিসেম্বর) সকাল ০৮ টা থেকে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মবিরতি চলাকালীন স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পেশাগত মর্যাদা রক্ষায় সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। মানববন্ধনে বক্তারা বলেন—“জনসেবায় আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দীর্ঘদিন ধরে আমরা প্রাপ্য মর্যাদা ও গ্রেড সুবিধা থেকে বঞ্চিত। অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।”
এ সময় হাসপাতালের সাধারণ রোগীরা সেবাবঞ্চনার শঙ্কা প্রকাশ করেন। তবে জরুরি সেবা কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছেন কর্মবিরতিতে থাকা টেকনোলজিস্টরা।

বক্তারা আরও জানান, ন্যায্য দাবি মানা না হলে সারাদেশে একযোগে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

No comments found


News Card Generator